সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত ৮ দিনে (১৪ জুন–২১ জুন) বজ্রপাত, নৌকাডুবি ও টিলা ধসে নিহত ১৪ জনের পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেটস্হ দোয়ারাবাজার সমিতি।

 


সমিতির সভাপতি ও সিলেটস্থ দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলী এবং সেক্রেটারি অ্যাডভোকেট ছায়াদ আহমেদ এর নেতৃত্বে বুধবার (২২ জুন)উপজেলার বাংলাবাজার ও দোহালিয়া ইউনিয়নে এ কার্যক্রম শুরু  হয়।

 

বজ্রপাতে নিহত বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনি গ্রামের শুক্কুর আলী ওরফে আব্দুন নুর ও টিলা ধসে নিহত পেকপাড়া গ্রামের হনুফা বেগমের পরিবারকে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সমিতির  কার্যকরি কমিটির সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন।

আরো বক্তব্য রাখেন- সমিতির সদস্য শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাফর আলী, নুরুল হক, সাংবাদিক আব্দুল মোতালেব ভুঁইয়া, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়া, আবুবকর সিদ্দিক ও সমাজসেবি শাহীন আহমেদ প্রমুখ।

 

এদিকে নৌকাডুবিতে নিহত দোহালিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইমাম উদ্দিন, ভবানীপুর গ্রামের আব্দুল হাসিমের পরিবারকে বৃহস্পতিবার আর্থিকসহায়তা প্রদান করেন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম। 

নেতৃবৃন্দ বলেন, সিলেটে বসবাসরত দোয়ারাবাজার সমিতি নিজ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর।তারই অংশ হিসেবে সাম্প্রতিক দুর্যোগে নিহত ১৪টি পরিবারের পাশে দাঁড়ানো সহায়তা প্রদানের প্রয়াস মাত্র। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

এসময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশ বিদেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা। এ রিপোর্ট লিখা পর্যন্ত সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির আর্থিক সহায়তা (ত্রাণ বিতরণ) প্রদান অব্যাহত রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৫