মাত্র কিছুদিন আগেই হারালেন অধিনাকত্ব। এবার বাজে পারফরম্যান্সের কারণে দলে জায়গা হারালেন মুমিনুল হক। এতে ভাগ্য খুলেছে এনামুল হক বিজয়ের। দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক টেস্ট একাদশে ফিরলেন উইকেটকিপার ব্যাটার বিজয়।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।



এদিকে প্রথম টেস্টের একাদশ থেকে আরও একটি পরিবর্তন এসেছে। মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখেছে বাংলাদেশ দল। তার জায়গায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেফার, জার্মেই ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), আলজেরি জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ।


সিলেটভিউ২৪ডটকম/পিডি