জেইক ফ্রেজার-ম্যাগার্কের অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকা নিয়ে অনেকেই কথা বলছেন। অধিনায়ক মিচেল মার্শসহ সবার কথারই মূল সুর এমন—ফ্রেজার-ম্যাগার্ক পারফর্ম করেছেন, তবে অস্ট্রেলিয়া দলে এখন যাঁরা খেলছেন, তাঁদের সবাই পারফর্ম করে যাচ্ছেন। তাই হুট করেই তাঁর দলে ঢোকার সুযোগ নেই। উইলো টক পডাকাস্টে বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে কথা বলেছেন ফ্রেজার-ম্যাগার্কও। তাঁর কথার সুরও অনেকটা এমনই।
 

এবারের আইপিএলে ফ্রেজার-ম্যাগার্ক ৬ ইনিংসে ব্যাট করেছেন। স্ট্রাইক রেট ২৩৩, ফিফটি পেয়েছেন ৩ ম্যাচে। ১৫ বলে ফিফটি করেছেন দুবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি।


অস্ট্রেলিয়ার হয়ে যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও প্রতিভার ছাপ রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে খেলেন ১৮ বলে ৪১ রানের ইনিংস। কিন্তু এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পাননি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ফ্রেজার-ম্যাগার্ক।
 

মূলত আইপিএলের আগে তিনি আলোচনাতে ছিলেন না। তবে আইপিএলে এমন বিধ্বংসী পারফরম্যান্স তাঁকে আলোচনায় নিয়ে আসে। কিন্তু অস্ট্রেলিয়া ভরসা রেখেছে পুরোনোদের ওপরই।

ফ্রেজার-ম্যাগার্কও বিষয়টি অনুধাবন করেছেন, ‘বিষয়টি (বাদ পড়া) দুভাবে দেখা যায়। বিশ্বকাপ দলে সুযোগ পেতে আমি কী করেছি, সেটা দেখতে পারেন। অন্যভাবে দেখলে, দেখুন এক-দেড় মাস আগে আমি কিন্তু কোনো আলোচনাতেই ছিলাম না। তাই এটা আমাকে খুব বেশি কষ্ট দেয়নি। কারণ, আমি ওই জায়গাটা অর্জন করেছি, সেই ভাবনাটা আমার মধ্যে ছিল না। বিশ্বকাপ ক্রিকেট আইপিএল থেকে অনেক ভিন্ন।’
 

ফ্রেজার-ম্যাগার্ক যোগ করে বলেছেন, ‘আমি নিজেকে ব্যাটিং অর্ডারের ৫-৬ নম্বরে দেখি না, সেখানে টিম ডেভিড, ক্যামেরন গ্রিনরা থিতু। এই বিষয়ে আমি এভাবেই ভাবি। স্কোয়াড কেমন হতে পারে, সেটা তারা হয়তো এক-দেড় মাস আগেই আন্দাজ করেছিল। দলে জায়গা পাওয়াটাও কঠিন। ডেভিড ওয়ার্নার আছেন, যিনি তিন সংস্করণেই আমাদের সর্বকালের সেরা ওপেনার। ট্রাভিস হেড আছেন, যিনি গত ১৮ মাস ধরে দুর্দান্ত করছেন। এরপর মিচেল মার্শও এমন এবং সে আমাদের অধিনায়ক।’
 

এর আগে এসইএন রেডিওতে ফ্রেজার-ম্যাগার্কের বাদ পড়া নিয়ে অধিনায়ক মার্শ বলেছেন, ‘জ্যাকি অসাধারণ এক প্রতিভা। আমার মনে হয়, সবাই জানে সে আইপিএলে কী করছে, ঝড় তুলেছে, সবাই ওকে ভালোবাসে, নিশ্চিতভাবে দিল্লির সবাই ওর সঙ্গ উপভোগ করছে। কিন্তু আমাদের মনে হয়েছে, আমাদের যে দলটা, তা সব দিকেই কাভার করে। হেডি ও ওয়ার্নার আমাদের হয়ে দুর্দান্ত করছে, শুধু দীর্ঘ সময়ের জন্য নয় বরং এই বিশ্বকাপের আগে সর্বশেষ ১৮ মাসেও তারা পারফর্ম করেছে।’


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০০৯