ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এক শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সিলেটে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 


মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সাম্প্রদায়িকসহ সব অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি আহবান জানান। তাঁরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন, বাংলাদেশের সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে।

 

বক্তারা বলেন, চলমান ঘটনায় প্রমাণিত হয়, বাংলাদেশ আজ সাম্প্রদায়িকতার ছোবলে ক্ষতবিক্ষত। দেশে মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত। সামাজিক মর্যাদা অদৃশ্য। তাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ পথ হারানোর আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তাঁরা।

 

বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বাকবিশিস সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)অজয় কুমার রায়, সিলেট জেলার সহসভাপতি অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান, সহ সভাপতি অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ,  যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাব্বির আহমদ, অধ্যাপক পার্থ সারথি নাগ, মহানগর সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ, অধ্যাপক নন্দ কিশোর রায় এবং সুনামগঞ্জ জেলার বাকবিশিস এর সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মনির, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ।

 

সচেতন শিক্ষক সমাজের ব্যানারে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জ্যোতিষ মজুমদার, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল মতিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাজু সরকার, অধ্যাপক এম.এ মালেক, সহ সভাপতি, সিলেট জেলা, অধ্যাপক এম.এ.বাছিত, সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা। সম্মিলিত সামাজিক আন্দোলন, সিলেট এর পক্ষে বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক আন্দোলনের আহবায়ক ও বাকবিশিস নেতা অধ্যাপক জান্নাতারা খান পান্না, সদস্য সচিব সন্দীপন শুভ, ডা. রসময় ভট্টাচার্য, শিক্ষিকা সওগতা চম্পা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেটের আহবায়ক মনীষা ওয়াহিদ, গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সভাপতি বিশ্বজিৎ শীল প্রমুখ।

 

উল্লেখ্য, ঢাকার আশুলিয়ায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উৎপল কুমার নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছেন এক বখাটে তরুণ।

 

অন্যদিকে, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬