সিলেট'র জৈন্তাপুর উপজেলায় বন্যা পরবর্তী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জৈন্তাপুর মডেল থানার উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জৈন্তাপুর মডেল থানার আয়োজনে বন্যা পরবর্তী উপজেলার আইন শৃংখলার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ'র সভাপতিত্বে এবং উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) কাজী শাহেদ আহমদ'র পরিচালানায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর ও কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম।


 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামিন দেবী।

 

জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য গোলাম সারওয়ার বেলাল।


 
সভায় বক্তারা বলেন, বন্যা পরবর্তী উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন তুলে ধরা হয়৷ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলেক্ষ বাজার মনিটরিং করা, রাস্তাঘাটের যানজট নিরসন, সীমান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রন, পুলিশের টহল জোরদার করা এবং ৬টি ইউনিয়নে পুলিশের মনিটরিং টিম বৃদ্ধি করা।

এছাড়া উপজেলার যে কোন ধরনের ঘটনার বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।

 

জৈন্তাপুরে বন্যায় পানি বন্ধি মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তা কাজে এগিয়ে আসায় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

 

এসময় আরোও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, সদস্য মোঃ রেজওয়ান করিম সাব্বির, আব্দুল হালিম, নাজমুল ইসলাম ও মো: শােয়েব আহমদ।


 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-০৯