কুলাউড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে পৌর এলাকার আহমদাবাদ এলাকার জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা।

 


জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ব্যবস্থাপনায় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র শফি আলম ইউনুস, আমেরিকা প্রবাসী হাফেজ মাওলানা ইমদাদুর রহমান আরিফ, লন্ডন প্রবাসী আলহাজ নুরুল ইসলাম, কানাডা প্রবাসী সৌমিত্র চৌধুরী, ওয়েস্টার্ন থাই এর সত্ত্বাধিকারী শহিদুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম ও কাতার প্রবাসী একটি পরিবারের আর্থিক অর্থায়নে বন্যার্তদের মাঝে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুর রহমান ইমরান জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। বর্তমানে কুলাউড়ার বিভিন্ন এলাকা বন্যাকবলিত। বন্যার শুরু থেকেই প্রায় সকল আশ্রয়কেন্দ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

 

এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৩