সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত ও পানিবন্দি পরিবারের মধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত উমরপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, উমরপুর ইউনিয়নবাসী কার্ডিফ, উমরপুর ইউনিয়নবাসী হাইড ম্যানচেস্টারের উদ্যোগে দেড় সহস্রাধিক পরিবারের মধ্যে নগদ ৫শ টাকা এবং ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনদিন ব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রথমদিন ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৫শ পরিবারকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রম আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘সরকারের বিশেষ বিশেষ মাধ্যমে বন্যাদুর্গত লোকজনের কল্যাণে যোগপোযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ধারাবাহিকতায় সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বন্যার্তদের সার্বিক সহযোগিতার চেষ্টা অব্যাহত রয়েছে। গণমানুষের দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বনবাসীদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।’
তিনি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে ও দুঃসময়ে আমাদের প্রবাসীরা যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তা অপূরণীয়। চলমান বন্যায় উমরপুর ইউনিয়নের প্রবাসীরা সম্মেলিত ভাবে যেভাবে এগিয়ে এসে দুঃস্থদের সহায়তার হাত প্রসারিত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এসব প্রবাসীদের এমন কার্যক্রম দেশ ও সমাজের কল্যাণে অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান।
ইউপি সচিব মারতি নন্দন দাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, তাজপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুর ইসলাম রাসেল প্রমুখ।
এ সময় উমরপুর ইউনিয়নের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/জেপি-০৬