কানাডার টরেন্টোতে বাংলাদেশ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর সফল সমাপ্তি হয়েছে। এবারের আসরের শিরোপা জিতেছে ‘বয়েজ অব বিয়ানীবাজার’। স্কারবোরা এরিয়ার কভেন্ট্রি মাঠে আয়োজিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

 


টুর্নামেন্টের ফাইনালে তারা বেঙ্গল স্ট্রাইকারকে হারিয়ে শিরোপা জেতার গৌরব অর্জন করে।

 

জাকারিয়া চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এটি টরেন্টোর সবচাইতে বড় এবং আকর্ষণীয় টুর্নামেন্ট।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাঙালিদের গর্ব এমপিপি ডলি বেগম।

 

এসময় তিনি বলেন, এ ধরণের টুর্নামেন্ট আয়োজন প্রবাসে বাঙালিদের বন্ধন আরও দৃঢ় করে। পারস্পরিক সম্প্রীতি ও সমৃদ্ধি আরও বাড়াতে বাঙালি কমিউনিটির প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্যারিস্টার রিজওয়ান রহমান, কমিউনিটি নেতা দুলু চৌধুরী এবং আব্দুল মুমিত।

 

টুর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল হন বয়েজ অব বিয়ানীবাজারের পল্লব এবং সেরা বোলার সাইদুর রহমান সায়েম।

 

আরাফাত বকসি সুমনের নেতৃত্বে টরেন্টোর বাংলা টাউন খ্যাত ডেনফুর্টে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আনন্দ মিছিল দিয়ে শেষ হয় চ্যাম্পিয়নশীপ উদযাপন।

 

বয়েজ অব বিয়ানী বাজারের হয়ে টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন, মনসুর, সাকিব, রাকিব, শাওন, কানন, সায়েম, পল্লব, ফাইসাল, নিজাম, রানা, আলী, উবেদ, তালহা এবং মাহিন শাহরিয়ার।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২