সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

 


মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৭০ জন খামারিকে গো-খাদ্য দেওয়া হয়।

 

জানা গেছে, সীমান্ত জনপদ কোম্পানীগঞ্জে টানা কয়েক দফার বন্যায় ফসলের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। ক্ষতিগ্রস্ত এসব খামারিদের পুনর্বাসনের জন্য প্রাণিসম্পদ দপ্তর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সাইসেন্স অনুষদের উদ্যোগে এবং এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের ৭০ খামারিকে এক বস্তা করে দানাদার গো-খাদ্য বিনামূল্যে বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী, এ সি আই গোদরেজ এর এরিয়া ম্যানেজার মো. মাহবুবুল হাসান রনি প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-০৪