সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের গোপালগ্রাম, পাইকারগাঁও, সাদিপুর, মোল্লারগাঁও, সাহেবেরবাজার গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্রদের মধ্যে মঙ্গলবার দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 


পৃথক স্থানে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তারেক মনোয়ার, কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী, সিলেট সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান আশিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিম আহমদ, সদর উপজেলা যুবদল নেতা রহিম উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক পুতুল মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি নেতা শাহীদ আহমদ, সামাদ আহমদ, দারা মিয়া, মানা মিয়া, যুবদল নেতা সোহেল আহমদ, আলতাপ হোসেন, রুবেল আহমদ, শাহেদ আহমদ, ছানা মিয়া, আব্দুল খালিক, সাদ্দাম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক প্রমুখ।

 

৪ শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামাগ্রী বিতরণ ছাড়াও জাঙ্গাইল গ্রামের বাবুর বাড়িতে ৫ শতাধিক মানুষের মধ্যে রান্না করার খাবার বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে সিলেট সদর উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, নিঃস্বার্থভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা একটি মহৎ ও পুণ্যময় কাজ। হতদরিদ্র মানুষগুলো অর্ধাহারে দিন কাটাচ্ছে। বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এমতাবস্থায় সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা দুর্দশাগ্রস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো উচিত।

 

তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭