প্রতীকী ছবি।
অবশেষে বৃষ্টির দেখা পেলেন সিলেটবাসী। শেষরাতের সামান্য বৃষ্টি এখানকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দেয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটে গত প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। সূযের তাপমাত্রা অত্যধিক থাকায় গরমও বেশি অনুভূত হয়। এমনকি গত বৃহস্পতিবার তাপমাত্রার পারদ চড়ে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াসে; যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।
প্রচণ্ড গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের জন্য পরিস্থিতি হয়ে ওঠেছে ভয়ানক। এ ছাড়া বাসা-বাড়িতে থাকা লোকজনও অত্যধিক লোডশেডিংয়ের কারণে আছেন অশান্তিতে।
এরকম পরিস্থিতিতে বৃষ্টির জন্য প্রার্থনায় মগ্ন ছিল সিলেট। মানুষের অপেক্ষার অবসান ঘটে শুক্রবার দিনগত মধ্যরাত পেরোনোর পর। রাত প্রায় ২টার দিকে সিলেটে হালকা বৃষ্টি হয়। এরপর ফজরের শেষে বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টির খবর পাওয়া গেছে।
তবে সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যতাপও বেড়েছে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়বিদরা বলছেন, বর্তমানে দেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং বাতাসে আর্দ্রতা আছে। ফলে গরম বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া বিষয়ক শীর্ষস্থানীয় ওয়েবসাইট ওয়েদারডটকম থেকে জানা গেছে, আজ শনিবার সিলেটের আকাশ আংশিক মেঘলা থাকবে। গতকালের চেয়ে আজ তাপমাত্রাও কিছুটা কমবে। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে তাপমাত্রা। সন্ধ্যা থেকে হতে পারে বৃষ্টি, যা রাত গড়ানোর সাথে সাথে বাড়বে।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেটভিউকে বলেন, শুক্রবার রাতে সামান্য বৃষ্টি হয়েছে। আজ শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কাল রোববার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে