স্মরণকালের ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটে রাস্তাঘাট। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে উঠেছে। এ পরিস্থিতে জনসাধারণের দুর্ভোগ লাগবে সিলেট নগরসহ সদর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট মেরামত করতে সংশ্লিষ্টদের বেসরকারি লিখিতপত্র (ডিও লেটার) পাঠিয়েছেন সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 


তার পত্রের ভিত্তিতে সিলেটে নগরসহ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শনে আসছেন যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।



তিনি আগামী ৫ ও ৬ আগস্ট সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক পরিদর্শন করবেন।


৫ জুলাই আকাশ পথে এসে সিলেট পৌঁছাবেন তিনি। এরপর সিলেট সার্কিট হাউসে এসে উপস্থিত হয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে সিলেট সার্কিট হাউসে এসে রাত্রি যাপন করবেন। এর পরদিন ৬ জুলাই সিলেটের বিভিন্ন সড়ক পরিদর্শন করবেন।


এরআগে গত ২৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির বরাবর বেসরকারি লিখিতপত্র (ডিও লেটার) পাঠান সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।


সিলেটভিউ২৪ডটকম/মুন্না