সারা দেশে আরেক দফা বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। শুক্রবার দিবাগত (৬ আগস্ট) রাত ১২টা থেকে তা কার্যকর হবে। 

এদিকে, জ্বালানি তেলের দাম ছড়িয়ে পড়লে সিলেটের নগরীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পগুলোতে ঘটছে হুলস্থুল কাণ্ড। প্রায় প্রত্যেকটি পাম্পে গাড়ি ও মোটরসাইকেলচালকদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। এই সুযোগে অধিক লাভের আশায় সিলেটের কতিপয় অসাধু জ্বালানি তেল ব্যবসায়ীরা রাত ১০টা থেকে পাম্পে তেল বিক্রি করে দিয়েছেন। 


আর অনেকে ১০০ টাকা লিটারে পেট্রল বিক্রি করতে চাইছেন। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কদমতলি এলাকার এম এস মো. সোলেমান বক্স সিএনজি ফিলিং স্টেশনে (সাবেক নাইম সিএনজি পাম্প) এ চিত্র দেখা গেছে। তেলের দাম বাড়িয়ে বিক্রির পায়তারায় ক্ষুব্ধ হয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছেন গ্রাহকরা। 

এসময় তাদের টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। 
 
রাত পৌনে ১২টার দিকে সড়ক অবরোধ অব্যাহত ছিলো ও ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ চলছিলো। 


সিলেটভিউ২৪ডটকম / আনোয়ার / ডালিম