ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

 


বুধবার বিকেলে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সিলেট জেলা ও মহানগরের সহযোগিতায় সিলেট নগরীর সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও ৩৪নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক উসমান আলী চেয়ারম্যান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন সরকার, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, সদস্য নাজু আহমদ, জেলা জাতীয় পার্টির সদস্য আবুল কালাম তাফাদার।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছালিক আহমদ, সৈয়দ আলী আহমদ, মহানগর জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক রুনা বেগম, সহ-সভাপতি পপি বেগম, সিপা বেগম, শিউলি বেগম, সদস্য  সচিব শাহানা বেগম, দিনা, সেলিম আহমদ, সুবেদ আহমদ খান, ফজির আহমেদ, লিটন আহমেদ, আব্দুল মন্নান, জুবের আহমদ, আক্তার হোসেন, জামাল আহমদ, সুমন আহমদ, জাকারিয়া জাক্কু, ফিরোজ আহমদ, আব্দুল আহাদ, শামিম আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২