হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ৫টি ভারতীয় গরুসহ ৩ চোরকারবারীকে আটক করা হয়।


বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই অভিজিৎ ভৌমিক।



আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের তৈগাও এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র মো. জমরুদ মিয়া (৫৫), চিমটিবিল এলাকার মৃত আব্দুল মোতালিব মিয়ার পুত্র মো. কাশেম মিয়া (৩৬) ও একই এলাকার মৃত মিনত আলীর পুত্র শেখ ফরিদ মীর (১৬)। 


ডিবির এসআই অভিজিৎ ভৌমিক বলেন, বেশ কয়েকদিন যাবত সীমান্ত এলাকায় চোরাচালানরোধে নজরদারি করছিল গোয়েন্দা শাখার একদল সদস্য। এরই প্রেক্ষিতে বুধবার সীমান্তবর্তী এলাকা ঘনশ্যামপুরে অভিযান চালানো হয়। অভিযানকালে ৫টি ভারতীয় গরুসহ ৩ জনকে আটক করা হয়। 


অভিজিৎ ভৌমিক বলেন, আটককৃতরা সরকারী শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে গরু আনতো। তাই অভিযানকালে তাদেরকে গরুসহ হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


সীমান্তে যেকোনো চোরাচালানরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি। 

 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/মুন্না