(প্রতীকী ছবি)

সুনামগঞ্জের তাহিরপুরে সামিয়া নামে এবারের এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। সামিয়া নামের ওই শিক্ষার্থী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গলবাড়ী গ্রামের রুখন উদ্দিনের মেয়ে এবং হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। 

জানা যায়, শনিবার (১৩ আগস্ট)  দুপুরে সবার অজান্তে ঘরে রাখা বোতলে রাখা পোকা-মাকড়ের বিষ খেয়ে অঙান হয়ে পড়ে সামিয়া। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে বিকাল তিনটার দিকে বাদাঘাট বাজার নামক স্হানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।


নিহতের পিতা রুখন উদ্দিন বলেন, বাড়ির ছোট ছোট আমগাছে দেওয়ার জন্য বাজার থেকে পোকা মাকড়ের বিষ এনে ঘরে রেখেছিলাম। সকালে গাছে বিষ দিয়ে আমি চাড়াগাওঁ বাজারে চলে যাই। খবর পেয়ে বাড়িতে এসে দেখি সে বোতলে থাকা বিষ সামিয়া খেয়ে ফেলেছে। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে।

হাওর বাংলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাবির আহমেদ জাবেদ বলেন, সামিয়া এ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে খুবই মেধাবী ছিল। 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


সিলেটভিউ২৪ডটকম / রাজ্জাক / ডি.আর