বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সিলেট বিভাগে ১০ জনসহ ২৫০ জন নারী ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’দের অনুদান দেয়া হয়েছে।

 


তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে আইসিটি বিভাগ।

 

এর মধ্যে সুনামগঞ্জ থেকে ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেয়েছেন Women and e-commerce trust (WE) এর সুনামগঞ্জ জেলা প্রধান অর্পিতা দাস। তিনি দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামের দৈত্যারী ভূষন দাসের মেয়ে। অনুদান হিসেবে তিনি ৫০ হাজার টাকার চেক পেয়েছেন।

 

আইডিয়া প্রকল্পের অধীনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রতিশ্রুত ২ হাজার নারীকে অনুদান দেয়ার অংশ হিসেবে প্রথম ধাপে এই অনুদান দেয়া হয়। এর মধ্যে সংগঠন হিসেবে সবচেয়ে বেশি সদস্য হিসেবে উইমেন এন্ড ই-কমার্স (উই) এর ১৮৮ নারী উদ্যোক্তা এই অনুদান পেয়েছেন।

 

এছাড়াও ই-ক্যাবের ২০ জন নারী উদ্যোক্তা রয়েছেন। বাকি ৪২ জনের মধ্যে আনন্দমেলা থেকে ৩১ এবং উইমেন অন্ট্রপ্রিনিউরস্ অব বাংলাদেশ (ওয়েব) থেকে ১১ জন এই অনুদান লাভ করেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১৩