সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, “বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।

 


এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনেরও কাজ চলমান রয়েছে। জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। আগামীতে শিক্ষার মানউন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হবে।”

 

তিনি শনিবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ৯৬ নং রাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

৯৬ নং রাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সালেহ আহমদ হীরা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা সহ-প্রকৌশলী এজেডএম তানভীর, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন রাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: সেলিনা বেগম, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এম. সারওয়ার হোসেন সৌরভ, সমাজসেবী মোঃ মোস্তাক খান প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১