হবিগঞ্জে শ্রীকৃষ্ণে ৫২৪৮তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্ঠমী ২০২২ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।

 


শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে সকালে রামকৃষ্ণ মিশন মহাপ্রভূ আখড়া থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

 

শোভাযাত্রায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্যপরিষদের সভাপতি জগদিশ চন্দ্র মোদকসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জে বিভিন্ন স্থানে আলোচনা সভা, গীতা পাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০১