লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে গেছেন গেল বছর। ১৭ বছরের সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও ভালোবাসাটা যে শেষ হয়ে যায়নি, তা বলাই বাহুল্য। মাসকয়েক আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বার্সেলোনার ফেরার ইচ্ছা।
তবে মাঠের লড়াইয়ে যদি তার দেখা হয়ে যায় বার্সেলোনার সঙ্গে, সেই ভালোবাসাটা কি থাকবে? না ছিঁড়েখুঁড়ে ফেলতে চাইবেন, সব প্রতিপক্ষকে যেমন চান? সেই সম্ভাবনাই তৈরি হতে পারে এবারের চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপের সেরা প্রতিযোগিতার গ্রুপপর্বেই এবার মেসি-নেইমারের পিএসজির সামনে পড়ে যেতে পারে বার্সেলোনা।
বার্সেলোনা আছে দ্বিতীয় পটে। গেল মৌসুমে লিগের দ্বিতীয় হওয়ায় আজকের ড্রয়ে এই অবস্থান কোচ জাভি হার্নান্দেজের দলের। দ্বিতীয় পটে আছে বার্সার স্বদেশি ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ আর সেভিয়াও। তবে একই দেশের ক্লাব হওয়ায় একই গ্রুপে পড়ার সম্ভাবনা নেই কাতালান দলটির। পট দুইয়ে আছে লিভারপুল, চেলসি, জুভেন্তাস, টটেনহ্যাম আর রাজেন বলস্পোর্ট লাইপজিগও, ফলে গ্রুপপর্বে তাদেরও পাওয়ার সম্ভাবনা নেই দলটির।
আর পিএসজি আছে পট-১ এ। বার্সার ভাবনায় থাকবে এই পটে থাকা চ্যাম্পিয়ন দলগুলো। নিজেদের লিগের জয়ী দল রিয়াল মাদ্রিদ পট-১ এ আছে, তবে স্বদেশি দল হওয়ায় বার্সেলোনা তাদের মুখোমুখি হতে পারবে না। ইংলিশ লিগ জেতা ম্যানচেস্টার সিটি, বুন্ডেসলিগা জয়ী বায়ার্ন মিউনিখ, লিগ আঁ জেতা পিএসজির মতো দলগুলো এই পড়ে আছে। থাকছে সিরি’আ জেতা এসি মিলান, পর্তুগিজ লিগ জেতা পোর্তো, ডাচ লিগ এরেডিভিসি জেতা আয়াক্স, আর ইউরোপা লিগ জেতা আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টও।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭
সূত্র : ঢাকা পোস্ট