টানা ১৯ দিন পর প্রধানমন্ত্রী ঘোষিত ১৭০ টাকা মজুরী মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছে চা শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা।
তবে রোববার (২৮ আগস্ট) যেহেতু চা বাগানে সাপ্তাহিক ছুটি তাই অনেক বাগান বন্ধ থাকায় শ্রমিকরা কাজে যাবেনা। তবে যেসব বাগান খোলা থাকবে সেসব বাগানের শ্রমিকরা কাজে যোগ দেবে। কাল সোমবার থেকে যথারীতি মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানের ১ লক্ষ ৪৩ হাজার নিয়মিত শ্রমিকরা কাজে যোগ দেবে বলে জানিয়েছেন, চা শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে দৈনিক মজুরী ৩শ’ টাকার দাবিতে মৌলভীবাজারের৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানে শ্রমিকরা কমবিরতি, মিছিল মিটিংসহ বিভিন্ন কমসূচী চালিয়ে গেছে। সবশেষ গত ২১ আগস্ট গভীর রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের উদ্যোগে চা শ্রমিক নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা দৈনিক মজুরীর বিষয়টি শ্রমিক নেতারা মেনে নিলেও সাধারণ শ্রমিকরা তা না মেনে কমবিরতিসহ বিভিন্ন আন্দোলন করে আসছে। এটি প্রধানমন্ত্রীর নজরে আসলে গতকাল শনিবার গনভবনে বাগান মালিকদের ডেকে দীর্ঘ আড়াইঘন্টা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেন।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-১১