টানা ১৯ দিন পর প্রধানমন্ত্রী ঘোষিত ১৭০ টাকা মজুরি মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছে চা শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা।
তবে রোববার চা বাগানে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক বাগানে কাজে যোগ দেননি শ্রমিকরা। যেসব বাগান খোলা ছিলো কেবল সেসব বাগানেই শ্রমিকরা কাজে যোগ দেন।
সোমবার (২৯ আগস্ট) থেকে যথারীতি মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানের ১ লক্ষ ৪৩ হাজার নিয়মিত শ্রমিকরা কাজে যোগ দেবে বলে জানিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে দৈনিক মজুরী ৩শ’ টাকার দাবিতে মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানে শ্রমিকরা কমবিরতি, মিছিল মিটিংসহ বিভিন্ন কমসূচি চালিয়ে গেছেন। সবশেষ গত ২১ আগস্ট গভীর রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের উদ্যোগে চা শ্রমিক নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা দৈনিক মজুরির বিষয়টি শ্রমিক নেতারা মেনে নিলেও সাধারণ শ্রমিকরা তা না মেনে কমবিরতিসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যান। এটি প্রধানমন্ত্রীর নজরে আসলে শনিবার গনভবনে বাগান মালিকদের ডেকে দীর্ঘ আড়াইঘন্টা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭০ টাকা চা শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ করে দেন।
সিলেটভিউ২৪ডটকম / তমাল / ডি.আর