মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

 


শনিবার রাত সাড়ে ৮টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন এ সভা হয়।

 

কাজী নজরুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি আছাদুর রহমান বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব হোসেন জয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, প্রভাষক আব্দুল আহাদ, সাংস্কৃতিক কর্মী হিফজুর রহমান, সমাজ সেবক মনির খান, সমাজ সেবক লুকমান আহমদ, তালুকদার আমিনুর রহমান, আফরোজ আলী, বায়তুল হক চৌধুরী প্রমুখ।

 

আলোচনা সভা শেষে জাতীয় কবির আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৭