মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা বলেছেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ জীব বৈচিত্রের জীবন বাঁচাতে সহায়ক। মুক্ত ও নির্মল বাতাসে মানুষ গাছ থেকে অক্সিজেন পায়। তাই বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে গাছ লাগাতে উদ্ভুদ্ধ করেছেন।

 


তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর আলমপুরস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সংলগ্ন নিজস্ব বাগানের উন্নয়ন সংস্কার করে  বৃক্ষপ্রেমিক ও বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী ও বন কর্মকর্তার বাস্তবায়নে এবং মাধকাশক্তি পূনর্বাসন কেন্দ্র নিউপ্রশান্তি, এইম ইন লাইফ, বাঁধন, আহবান, প্রতিশ্রুতি, প্রেরনা, প্রত্যাশার সহযোগিতায় বাগান সৃজন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন কালে একথা বলেন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃক্ষপ্রেমিক ও বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী। উপস্থিত ছিলেন-বিভিন্ন মাধকাশক্তি পূনর্বাসন কেন্দ্র এর পক্ষে শেখ ফারুক আহমদ, খসরুজ্জামান খোকন, ফয়সল বিল্লাহ, আবুল হাসান মোহাম্মদ খালেদ, সৈয়দ খিজির হোসেন, মো. জাফর, সজীব ওয়ালিদ, দুলাল আহমদ, জাহাঙ্গীর চৌধুরী, মিহির দেব, জমজম বাদশাহ প্রমুখ।

 

সিলেটভিউ২৪.কম/মাহি