বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে জাতি অতিষ্ঠ। বিএনপির দিকে নিষ্পেষিত জনতা আজ অধীর আগ্রহে অপেক্ষমাণ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমেই এদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হয়েছিল। বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপিকেই এগিয়ে আসতে হবে। তৃনমূল বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী আদর্শের প্রাণ। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তৃণমূল বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। 


তিনি বুধবার রাতে নগরীর সুবিদবাজার এলাকায় সিলেট মহানগরের ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের টিম প্রধান এমদাদ হোসেন চৌধুরী, মহানগর আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া।



সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, মনির মিয়া, এনামুল কুদ্দুস চৌধুরী, মইনুল হক চৌধুরী, আব্দুল ওয়াদুদ মিলন, এম মখলিছ খান, শাহাজান মিয়া মুমিন আহমদ, শফিক নূর, কাজী নঈমুল ইসলাম, এ এস এম সায়েম, শফিক আহমদ চৌধুরী ও নুরুল হক খান সাজু, ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক মাসুদ আহমদ রাজন, ওয়ার্ড যুবদলের আহবায়ক শাহীন আজাদ খোকন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব নুর বাবু ও ওয়ার্ড কৃষক দলের সভাপতি আকির হেসেন প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৭