সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশে এক সময় রাস্তা-ব্রিজ লো কস্টে নির্মান করা হত যার ফলে এসব রাস্তা-ব্রিজ টেকসই হত না। তাই স্থানীয় পর্যায়েসহ সকল সড়ক টেকসইভাবে নির্মাণের জন্য সঠিক প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে রাস্তাঘাট নির্মাণ করছে সরকার।

 


শুক্রবার ৪৫ লক্ষ ৭৫ হাজার ২৫৮ টাকা ব্যায়ে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় সিলাম ইউনিয়নের বৈরাগীবাজার-ডুংশ্রী পশ্চিমপাড়া-পূর্ব ডুংশ্রী সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কিবরিয়া আহমদ অপু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪