বাংলাদেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনেও অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টায় দেশটিতে অবস্থিত বাংলাদেশ স্কুল এন্ড কলেজে অভিন্ন প্রশ্ন পত্রে বাংলা ১ম পত্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সময়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম, দূতালয় প্রধান মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগ থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্ব প্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো, রুবেল মিয়ার তত্বাবধানে কেন্দ্র সুপারের দ্বায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সনজিৎ কুমার সীল ও সচিবের দ্বায়িত্বে ছিলেন অধ্যক্ষ অরুন জি।
মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুলের অধ্যক্ষসহ এস.এস.সি পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে এবারের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০৪