সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে একটি কম্পিটেটিভ এন্ড প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনে (প্রথম একাডেমিক ভবন) অবস্থিত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়  ‘এসিএম প্রোগ্রামিং ল্যাব’  এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। 

এসিএম প্রোগ্রামিং ল‍্যাবটি উদ্বোধন করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন,  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বরাবরই ভালো করছে। নতুন ‘এসিএম প্রোগ্রামিং ল্যাব’  স্থাপনের মধ‍্যদিয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং এ নতুন  সুযোগ সৃষ্টি হলো।


উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার  সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  বিভাগীয় বিভাগীয় প্রধান রুমেল এম.এস. রহমান পীরের সভাপতিত্বে  সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-২০