দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব ঘিরে নানা আনন্দ আয়োজনে ব্যস্ত ভক্তরা। বাহারি সাজের প্রতিমা, দৃষ্টি নন্দন পূজো মন্ডপে বইছে আগমনী আবহ।

মায়ের সন্তানেরাও শিল্পের বিভিন্ন মাধ্যমে স্বাগত জানাচ্ছে দেবী দূর্গাকে। কেউ গান, গল্প, কবিতায় আবাহন করছেন মা'কে।


এবারের শারদীয় উৎসবে অডিও ভিজ্যুয়াল পরিবেশনা 'সুরে সুরে শারদ অর্ঘ্য' নিয়ে আসছেন তরুণ কন্ঠশিল্পী মমিতা সিনহা।

বহুল প্রচলিত দেবী  দূর্গা স্তোত্রম্ 'অয়ি গিরিনন্দিনি নন্দিতমেদিনি' ও শিব স্তোত্রমের যুগলবন্দী পরিবেনায় কন্ঠ দিয়েছেন মমিতা।

মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নিউটন দেব, দেবযানী রায় ও শিল্পী নিজে।

গানটি আজ বাইশে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় মমিতা সিনহার ফেসবুক পেজ Musical Momita 'য় রিলিজ হবে। একই সাথে ইউটিউব চ্যানেল Momita Sinha -তে আপলোড করা হবে।

মমিতা সিনহা জানান, দেবী  দূর্গা স্তোত্রম্ 'অয়ি গিরিনন্দিনি নন্দিতমেদিনি' ও শিব স্তোত্রমের সমন্বয়টা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবু, দেবী দূর্গার প্রতি অমোঘ ভক্তি তাকে সাহস যুগিয়েছে। কিছুটা ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজন ও ভিডিও ধারণ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন তিনি। 

এই সঙ্গীত অর্ঘ্যের সংগীতায়োজনে ছিলেন নিউটন দেব, ভিডিও ধারণ ও সম্পাদনা করেছেন লিংকন দাশ রায়। 

শিল্পীর ফেসবুক পেজ ( Musical Momita)  লিঙ্ক: https://www.facebook.com/profile.php?id=100082506802194

ইউটিউব চ্যানেলঃ Momita Sinha 

শারদোৎসবের আবহে 'শারদ সঙ্গীতার্ঘ্য' সকলের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন শিল্পী। সকল শুভানুধ্যায়ীদের তার গানের ভুবনের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন মমিতা সিনহা।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮