সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অফিসার পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটি ২০২২ এর নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক অফিসার পরিষদ মনোনীত পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। সিকৃবি অফিসার পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বদরুল ইসলাম শোয়েব। বর্তমান পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে জয় লাভ করেছেন ড. সালাহ উদ্দীন আহমদ।
অফিসার পরিষদের নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়া, সহ সভাপতি মোঃ মাকছুদার রহমান, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. অশোক বিশ্বাস, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ শিপলু রায়, সমাজ কল্যান সম্পাদক আবদুল্লাহ আল ফরহাদ আখন্দ, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক খলিলুর রহমান ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা ইলিয়াস। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার শারমিন, প্রকৌ. মোঃ কামাল হোসেন মোল্লা, ডাঃ ফখর উদ্দিন এবং মোঃ মফিজুল হক।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৫