মৌলভীবাজারের জুড়ীতে ঘনবসতিপূর্ন স্থানে করাতকল স্থাপনের প্রতিবাদে ফুসে উঠছে এলাকাবাসী।

 


এ নিয়ে বুধবার দুপুরে জুড়ী উপজেলা প্রেসক্লাবে স্থানীয়রা সংবাদ সম্মেলন করেছেন।

 

সংবাদ সম্মেলনে স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আব্দুল জব্বার।

 

তিনি বলেন, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রাম একটি ঘনবসতিপূর্ন এলাকা। জুড়ী-বড়লেখা সড়কের পাশে এ এলাকার মানুষের চলাচলের জন্য একটি সরু সরকারী রাস্তা রয়েছে। এটি আমাদের চলাচলের একমাত্র রাস্তা। একই গ্রামের আব্দুল হাসিম-এর পুত্র হাবিবুর রহমান ও জারু মিয়ার পুত্র খুরশিদ আলী মিলিত হইয়া এই রাস্তার পাশে সরকারি (এনিমি) জায়গায় অবৈধভাবে একটি করাতকল স্থাপন করার চেষ্টা চালিয়ে ছিল। এখানে করাতকল চালু হলে অত্র ঘনবসতি এলাকায় শব্দদুষণ, পরিবেশদুষণসহ নানাবিধ সমস্যা দেখা দিবে। সরু রাস্তায় সবসময় গাছ ফেলে রাখা হবে বিধায় শিক্ষার্থীসহ জন চলাচলে দুর্ভোগের সৃষ্টি করে রাস্তাটি দখলের পায়তারা করা হচ্ছে। ইতিপূর্বে একবার এক শ্রেণির অসাধু চক্র উক্ত রাস্তাটি দখলের পায়তারায় লিপ্ত হলে এলাকাবাসীর প্রতিরোধে ওরা পিছু হটে। তাছাড়া করাতকল থেকে নির্গত ধুলাবালি জন ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে পরিবেশের মারাত্বক ক্ষতি হবে। ছড়িয়ে পড়বে নানা রোগব্যাধি। তাই জনস্বার্থে ঘনবসতিপূর্ন স্থানে করাতকল স্থাপন না করতে সংশ্লিষ্টদের গ্রামবাসী মৌখিক ভাবে অনুরোধ করি। কিন্তু ওরা কোন কথা মানেনি। এক পর্যায়ে এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এমতাবস্থায় একদিন রাতের আধারে করাতকলটি স্থাপন করা হয়।

 

সংবাদ সম্মেলনে করাতকলটির অনুমোদন না দেয়া ও চালু না করে উচ্ছেদের জোর দাবী জানানো হয়।

 

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য বাসনা আক্তার, ভুক্তভোগী শিল্পি বেগম, আম্বিয়া বেগম, মানকি বেগম, শাহেরা বেগম, ফাতেমা বেগম, নুরজাহান বেগম, নুরুন্নেছা বেগম, রাবেয়া বেগম, রুশিয়া বেগম, আঙ্গুরা বেগম ও রিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে অভিযুক্ত খুরশিদ আলী জানান- ‘আমরা করাতকল স্থাপন করে রেখেছি। অনুমোদনের জন্য সিলেট বন বিভাগে আবেদন করেছিলাম। সেটা ফেরৎ এসেছে। বিষয়টি এখন আদালতে আছে। অনুমোদন না ফেলে সেটা চালু করবনা’।

 

জানতে চাইলে সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, এ জায়গায় করাতকল স্থাপনের কোন অনুমতি নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৬