মানব সেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’ এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে অনুষ্ঠিত হয়েছে।


সিলেট বিবেক এর সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, অসিত হালদার প্রমুখ।
অনুষ্ঠানে নগরীর দরিদ্র ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৮