কুলাউড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

 


সোমবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও প্রভাষক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, ইউআরসি ইন্সট্রাক্টর মুহিব উল্ল্যাহ, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, শিশু বক্তা খাদিজা তাহরিন আলো, আহনাফ হক আফিফ, ইফরাত রফিক মিতিলা প্রমুখ।

 

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসার জানান, সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে জাতীয় কন্যা শিশু দিবস, শিশু সমাবেশ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা এবং পথশিশু, শ্রমজীবি শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-০৭