ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম রুবেল মিয়া (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের কাঞ্চন মিয়া ছেলে। 


ঘটনার সময় রুবেলের সঙ্গে থাকা আরও এক কয়লা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিক শরাফত আলী (১৮) একই গ্রামের আমজদ আলীর ছেলে।

বিজিবি ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তের ১২শ এস পিলারের বুরুঙ্গাচড়া নামক পাহাড়ি চড়া দিয়ে চোরাই পথে ভারতের ভিতরে কয়লা আনতে যান রুবেলসহ আরো কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কয়লা কুড়াতে কুড়াতে পুরনো গর্তের মধ্যে পড়ে রুবেল ঘটনাস্থলেই মৃত্যুকুলে ঢলে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার সঙ্গে থাকা শরাফত আলীকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা অপর কয়লা শ্রমিকরা বাংলাদেশে ফিরে এসে তাদের পরিবারকে বিষয়টি জানায়। পরে সকাল ৯ টার দিকে নিহত রুবেলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে গর্ত থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

এ বিষয়ে ট্যাকেরঘাট বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মুক্তার হোসেন বলেন, বিজিবি'র চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে একজন মারা গেছে শুনেছি। তবে এ বিষয়ে আমাদেরকে কেউ অবগত করেনি। জানতে পেরেছি- স্বজনরা লাশ বাড়িতে নিয়ে এসে তাদের হেফাজতে রেখেছেন।


সিলেটভিউ২৪ডটকম / রাজ্জাক / ডি.আর