সুনামগঞ্জের জগন্নাথপুরে গরীবের ডাক্তার খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতা ডাক্তার মধু সুধন ধরকে জড়িয়ে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র শাফরোজ ইসলাম মুন্না, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শফিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন,  সাংবাদিক শংকর রায়, সাংবাদিক অমিত দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্রধর বিরেন্দ্র, শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, সাংবাদিক শাহজাহান মিয়া, ফেয়ার ফেইস সভাপতি শামীম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমেদ, ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়া প্রমুখ।

 

প্রসঙ্গত গত ০৪ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল হামিদ (৫০) জগন্নাথপুর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের চিকিৎসাজনিত অবহেলার কারণে মারা যান বলে অভিযোগ করেন আব্দুল হামিদের পরিবার। এঘটনায় জগন্নাথপুর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্সসহ চার জনকে শোকজ করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন- এই ঘটনায় কোনোমতেই ডাক্তার মধু সুদন ধরের সম্পৃক্ততা থাকতে পারেনা। অবিলম্বে ডাক্তার মধু সুধন ধরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/সুনু/এসডি-০৯