২০২২ সালের ওসমানীনগর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (প্রাথমিক) নির্বাচিত হয়েছেন সাদিপুর ইউনিয়নের লামাতাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুনেদ আহমদ। তিনি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 


সম্প্রতি জুনেদ আহমদকে প্রাথমিক শিক্ষা পদক বাচাই কমিটি তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা দেয়।

 

 

 

মূলত প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান, বিদ্যালয় পর্যায়ে ইনোভেশন, বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা, পাঠদানে ভূমিকা, শিক্ষামূলক প্রকাশনা,  একাডেমিক যোগ্যতা, ডিজিটাল কন্টেন্ট নির্মাণে দক্ষতা, সৃজনশীল কাজে শিশুদের উদ্বুদ্ধ করা, ঝরে পড়া রুধে ভূমিকা, শিক্ষকের বিশেষ দক্ষতার উপর ভিত্তি করে প্রথমে বিদ্যালয় পর্যায়ে বাছাই শেষে ইউনিয়ন পর্যায় বাছাই হবার পর উপজেলা পর্যায়ে সাক্ষাতকার গ্রহণ করা হয়। উপজেলা পর্যায়ে সাক্ষাতকার শেষে মো. জুনেদ আহমদকে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (প্রাথমিক) মনোনীত করা হয়।

 

 

প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপজেলা কমিটির সভাপতি হিসেবে জুনেদ আহমদ’র সাক্ষাতকার গ্রহণ বোর্ডে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নীলিমা রায়হানা, সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার দিলিপময় দাশ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানাউল হক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান। 

 


উল্লেখ্য-সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের প্রাথমিক শিক্ষক জুনেদ আহমদ প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত এটু আই এর শিক্ষক বাতায়নের জেলা এম্বাসেডর, গণিত অলিম্পিয়াডের মাস্টার ট্রেইনার, ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পরিচালিত Training Of master trainer in English (প্রশিক্ষনরত) মাস্টার ট্রেনার ও সিলেট অনলাইন স্কুলের শিক্ষক।

 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/মুন্না