ইউনাইটেড একাডেমি কাপ-২০২২ এ বিশাল জয় পেয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট টিম। তারা ১০ ওভার হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে নিউ ক্রিকেট একাডেমিকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা আজ শনিবার এ তথ্য জানায়।

জনসংযোগ শাখা জানায়, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্যোগে ইউনাইটেড একাডেমি কাপের আয়োজন করা হয়েছে। শহরতলির বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।


টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউ ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০৮ রান। সর্বোচ্চ ২৫ রান করেন ইফাজ। ৩টি উইকেট দখল করেন আবির।

জবাবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট টিম ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হাবিব সর্বোচ্চ ২৬ রান করেন।

দারুণ বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান আবির।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে