সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মো. রিমাদ আহমদ রুবেল কমিউনিটি পুলিশিংয়ে অনবদ্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার সিলেট নগরীর নজরুল ইসলাম অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি  সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ শ্রেষ্ঠ থানা কমিউনিটি পুলিশিংয়ের জন্য এ সম্মাননা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন ড.নাছিম আহমদ (সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, আসফাক আহমদ (উপজেলা চেয়ারম্যান, সিলেট সদর), উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমীন, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সাল মাহমুদ পিপিএম, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ (সভাপতি, মহানগর আওয়ামীলীগ), এ্যাড. নাসির উদ্দিন খান (সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামীলীগ), এ্যাড ই ইউ শহিদুল ইসলাম শাহীন (সাধারণ সম্পাদক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি), বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন (সহ-সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি),  এশিয়া ফাউন্ডেশন এর প্রোগাম অফিসার হামিদুল হক, ফয়সল হাসান (সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), লায়েক আহমদ চৌধুরী (সভাপতি কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ মকবুল হোসেন খান (জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), মোঃ রিমাদ আহমদ রুবেল (সদস্য সচিব এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), এ্যাড. মোঃ শামীম আহমদ (সভাপতি মোগলাবাজার থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), সুবেদুর রহমান মুন্না (সাধারণ সম্পাদক শাহপরান (রহঃ) থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম (সভাপতি দক্ষিণ সুরমা থানা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটি), বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম আলী, ডেপুটি কমান্ডার  (সিলেট মহানগর  মুক্তিযোদ্ধা সংসদ), আফতাব চৌধুরী সাংবাদিক ও কলামিস্ট (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং), আল আজাদ সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব (সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং) সহ কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।

সম্মাননার প্রতিক্রিয়ায় মোঃ রিমাদ আহমদ রুবেল বলেন, এ ধরনের সম্মাননা কাজের গতি বাড়ায়। ভবিষ্যতেও কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আরো ভালো কাজ করতে চাই। যাতে জনগনের দোড়গোড়ায় কমিউনিটি পুলিশিংয়ের সুফল পৌঁছে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি