জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি ও সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (৫ নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিশফাক আহমদ চৌধুরী মিশুর মৃত্যুতে মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তিনি সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতির ও সাংস্কৃতিক চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।


এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাম্যবাদী দল জেলা সম্পাদক ধীরেন সিং, ঐক্য ন্যাপ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গণফোরাম জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খান, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাংলাদেশ কমিউনিস্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমদ ,জাসদ মহানগর সভাপতি গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সাম্যবাদী আন্দোলন জেলা আহ্বায়ক সুশান্ত সিনহা সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, বাসদ জেলা নেতা প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, প্রয়াত মিশফাক আহমদ চৌধুরী মিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান।  

উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ৫ নভেম্বর শনিবার ভোরে ৫টায় সিলেট শহরের রায়নগর আবাসিক এলাকায় বসুন্ধরা-৩৪ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ আত্মীয়-স্বজন-অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৫