বিএনপিও ‘খেলতে চায়’ বলে মন্তব্য করেছেন দলটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেছেন, পুলিশ রেখে খেলতে এলে  আওয়ামী লীগ দুই ঘন্টাও টিকতে পারবে না।

আজ সিলেটে বিএনপির গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন মিলন। চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ হচ্ছে।


নিজের বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, “ওবায়দুল কাদের সাহেব কথায় কথায় বলেন, ‘খেলা হবে, খেলা হবে।’ আমরাও বলতে চাই, ‘খেলা হবে।”

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পুলিশকে রেখে খেলতে আসেন। দুই ঘণ্টাও টিকতে পারবেন না। বিএনপি এখনও খেলা শুরু করেনি। বিএনপি খেলতে শুরু করলে দেশে মুজিব কোট পরা কোনো লোক থাকবে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া স্লোগান উল্লেখ করে বলেন, “আজকের এই সমাবেশে আমাদের সবার একই কথা- ‘দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে’। মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।”

সমাবেশে নিজের বক্তব্যে আওয়ামী লীগকে ‘পালাতে দেওয়া হবে না’ বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। তিনি বলেন, ‘এই সরকারের দিন শেষ। তারা এখন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তাদের পালাতে দেয়া হবে না।’

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘সিলেট থেকে সরকার পতন আন্দোলন শুরু হলো। ডিসেম্বরে বিজয়ের মাসেই আমরা সরকারের পতন চাই।’

বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার বলেন, ‘১০ ডিসেম্বর আমরা ঢাকা শহরে আসছি। কোনো ধানাইপানাই চলবে না। ক্ষমতা ছাড়েন। না হলে ক্ষমতা থেকে টেনে নামানো হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে বাঁচাতে এই সরকারকে উৎখাত করতে হবে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে