প্রতিকী ছবি

চলতি বছরের মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে সোমবার।

 


এসএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার তিনটি কেন্দ্রে ১ হাজার ৯১১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৩১০ জন। পাসের হার ৬৮.৫৫। এ প্লাস পেয়েছে ৭৩ জন। দাখিল পরীক্ষা কেন্দ্রে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২০ জন। পাসের হার ৭৯.২১ এ প্লাস পেয়েছে ৮ জন।

 

ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৫৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৩ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৭৫.০০। জিপিএ ৫ রয়েছে ২৪টি। এর মধ্যে ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে ১৩৩ জনের মধ্যে ১১৭ জন পাস করেছে। পাসের হার ৮৭.৯৭। জিপিএ ৫ রয়েছে ১৮টি। শিলুয়া উচ্চ বিদ্যালয়ে ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৮৩.৬৫। জিপিএ ৫ রয়েছে ৪টি। হোছন আলী উচ্চ বিদ্যালয়ে ৬৬ জনের মধ্যে ৫০ জন পাস করেছে। পাসের হার ৭৫.৭৬। জিপিএ ৫ রয়েছে ১টি। পাতিলাসাঙ্গল উচ্চ বিদ্যালয়ে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৭০.০৯। কচুরগুল উচ্চ বিদ্যালয়ে ৫১ জনের মধ্যে ২৬ জন পাস করেছে। পাসের হার ৫০.৯৮। জিপিএ ৫ রয়েছে ১টি এবং মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৬৫.৭৫।

 

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৮৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩০ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৭৫.০০। জিপিএ ৫ রয়েছে ৪৭টি। এর মধ্যে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২৯৪ জনের মধ্যে ২৩১ জন পাস করেছে। পাসের হার ৭৮.৫৭। সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে ২৭টি। মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৭১.১৩। জিপিএ ৫ রয়েছে ১১টি। নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে ১৫২ জনের মধ্যে ১০৫ জন পাস করেছে। পাসের হার ৬৯.০৮। জিপিএ ৫ পেয়েছে ৫টি। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৪ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৮৪.৭১। জিপিএ ৫ রয়েছে ৪টি এবং ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ে ৮০ জনের মধ্যে ৪৯ জন পাস করেছে। পাসের হার ৬১.২৫।

 

ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৭ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৫৮.০০। জিপিএ ৫ রয়েছে ২টি। এর মধ্যে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩২ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৫৮.১৫। সাগরনাল উচ্চ বিদ্যালয়ে ১১৮ জনের মধ্যে ৫৪ জন পাস করেছে। পাসের হার ৪৫.৭৬। রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৪৫.২৮। জিপিএ ৫ রয়েছে ১টি। সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে ২২ জন পাস করেছে। পাসের হার ৬১.১১। জিপিএ ৫ রয়েছে ১টি এবং জীবন জ্যোতি নগর উচ্চ বিদ্যালয়ে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৪৫.৬৫।

 

এদিকে দাখিল পরীক্ষায় হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ৮টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার ৩৯ জনের মধ্যে ৩৭ জন পাস করেছে। পাসের হার ৯৪.৮৭। জিপিএ ৫ রয়েছে ৫টি। নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৮৪ জনের মধ্যে ৬৬ জন পাস করেছে। পাসের হার ৭৮.৫৭। জিপিএ ৫ রয়েছে ১টি। হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসার ৩১ জনের মধ্যে ২৯ জন পাস করেছে। পাসের হার ৯৩.৫৫। জিপিএ ৫ রয়েছে ১টি। সাগরনাল সিনিয়র মাদ্রাসার ১১২ জনের মধ্যে ৮৭ জন পাস করেছে। পাসের হার ৭৭.৬৮। জিপিএ ৫ রয়েছে ১টি। জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ৬৭ জনের মধ্যে ৪৯ জন পাস করেছে। পাসের হার ৭৩.১৩। শাহপুর ইসলামীয়া মাদ্রাসার ২৯ জনের মধ্যে ১৬ জন পাস করেছে। পাসের হার ৫৫.১৭। জায়ফরনগর ইসলামীয়া মহিলা মাদ্রাসার ২৬ জনের মধ্যে ২১ জন পাস করেছে। পাসের হার ৮০.৭৭ এবং এম এ মুছাওয়ীর দাখিল মাদ্রাসার ১৬ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৯৩.৭৫।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-২৬