হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় ৮৩টি জিপিএ-৫ সহ ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে।

 


ইসলামী একাডেমির প্রধান শিক্ষক সিলেট বিভাগের সেরা প্রধান শিক্ষক হিসেবে পুরস্কার প্রাপ্ত মো. নুরুল হক জানান, ইসলামী একাডেমি এবারের এসএসসি পরীক্ষায় ৮৩টি জিপিএ-৫ পেয়েছে, পাসের হার শতকরা ৯৩.৯। গত বছর জিপিএ - পেয়েছিল ৬৫ জন, পাশের হার ছিল ৯৮ ভাগ।

 

মো. নুরুল হক বলেন, বিদ্যালয়ের বিজ্ঞ শিক্ষকদের আন্তরিকতা, সম্মানিত অভিভাবকদের সহযোগিতা ও  শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার কারণে এ ফলাফল সম্ভব হয়েছে। হবিগঞ্জে বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ইসলামী একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই ঈর্ষণীয় ফলাফল করে আসছে। সহশিক্ষা কার্যক্রমে ইসলামী একাডেমির শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে। সেরা প্রধান শিক্ষক হিসেবে ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মো. নুরুল হক বিদেশ সফর করেছেন।

 

মো. নুরুল হক বলেন, ভালো ফলাফলের পাশাপাশি মানবিক ও নৈতিক গুণের অধিকারী হতে শিক্ষার্থীদের আমরা উৎসাহিত করে থাকি।

 


সিলেটভিউ২৪ডটকম/মামুন/এসডি-৩১