সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ব্যারিস্টার সুমন ফুটবলের উন্নয়নে অগ্রনি ভূমিকা রাখছেন। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে একাডেমি করেছেন। ব্যারিস্টার সুমন নিজ অর্থায়নে এবং নিজ প্রচেষ্টায় নিজের এলাকায় এই ফুটবল একাডেমি গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন। তার একটাই লক্ষ দেশের ফুটবলের উন্নয়নে কাজ করা।

 


তিনি শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ সার কারখানার মাঠে এমপি হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

 

খেলা পরিচালনা কমিটির আহবায়ক জুবেদ আহমদ চৌধুরী শিপুর সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ সাহেদুল হক সুমন, এস এফ সি এল এর ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাচিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, এস এফ সি এল এর বিভাগীয় প্রধান এ টি এম বাকি, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন।

 

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিবিএ এস, এফ, সি, এল এর সভাপতি মো. রাজু আহমদ মুন্না, সাধারণ সম্পাদক মোল্লা মো. মেহেদী হাসান সিদ্দিক, খেলা পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আশফাকুল ইসলাম সাব্বির, ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহবায়ক মহিব উদ্দিন বাদল, সদস্য শেখ এনামুল হক, সাইফুল ইসলাম মনা, এ,বি,এম কিবরিয়া ময়নুল প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪