লিডিং ইউনিভার্সিটি ক‍্যাম্পাসকে একটি স্মার্ট ক‍্যাম্পাসে উন্নীত করতে ইতোমধ্যে হাব ডেভেলপমেন্টের কাজ শুরু করেছে বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (BDREN)।   


তারা বিশ্ববিদ্যালয়ে বর্তমান বিডিরেন সার্ভিসটিকে ফাইভার কেবল আন্ডারগ্রাউন্ড সংযোজন দিয়ে উচ্চতর ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সিমিউলেশন টুল এবং ডেটাসেটের মাধ‍্যমে এডুরেন স্থাপন করবে যার ফলে এর আওতাধীন স্থানে ওয়াফাই নেটওয়ার্ক ব‍্যবহারের সুবিধা থাকবে, সেইসাথে ক‍্যাম্পাসে বিনামূল্যে আভ্যন্তরীণ যোগাযোগের জন‍্য একটি ইন্টার টেলিফোনী সিস্টেম প্রতিস্থাপন ও টেলিফোন সংযোগ এবং উন্নত নেটওয়ার্কের সুবিধা পাবে লিডিং ইউনিভার্সিটি।


 বিডিরেনের চলমান এই উন্নয়ন কাজ সোমবার (০৫ ডিসেম্বর ২০২২) পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, সহকারি ইঞ্জিনিয়ার (আইটি) ধীরেন্দ্র চন্দ্র নাথ, সহকারি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক‍্যাল) সুমিত রয় এবং সহকারি ইঞ্জিনিয়ার (সিভিল) অরবিন্দ রয় উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৫