ফাইল ছবি

দাপট কম থাকলেও সিলেটে মাঝে-মধ্যে প্রাণ কেড়ে নিচ্ছে মরণব্যধি কোভিড-১৯। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটে করোনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া বৃদ্ধা সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ৭০ বছর বয়েসি এই বৃদ্ধা সিলেট ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। তিনি গত ৩ ডিসেম্বর হাসপাতালটি ভর্তি হন। 


এসব তথ্য বুধবার সন্ধ্যায় সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর.এম.ও) ডা. মিজানুর রহমান।  

ওই ব্যক্তিকে নিয়ে সিলেটে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৮৯, সুনামগঞ্জে ৭৫ হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২৩ জন মারা গেছেন। 

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার- ৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের ৪ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।

এই ৬ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ২২৮। আর সিলেটে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৭১১ জন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম