সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুবাস দাসের পিতা নলিনী কান্ত দাসের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সুবাসের গ্রামের বাড়ি গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়নের লামাদুমকা গ্রামে গেছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। 


সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে সুবাসের বাড়ীতে যান তারা।
পরে জেলা পরিষদ সদস্য সুবাস দাস ও শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জনপ্রতিনিধিরা। 



উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সুবাস দাসের পিতা নলিনী কান্ত দাস সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান দ্বয় বলেন পিতা হারানোর বেদনা সহ্য করার মতো না। স্বজন যে হারায় সেই কষ্ট বোঝে। সবাই এই শোক কাটিয়ে উঠুক, এই কামনা করি। সুবাস ও তাঁর পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন তারা।

ওই সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/মতিন/ইআ-০১