সিলেট মহানগরের ব্যস্ততম জিন্দাবাজারে চাকু ধরে সিএনজিচালিত অটোকিরশায় ছিনতাইকারীরা যাত্রীর সবকিছু কেড়ে নিতে চাইলে জনতার ধাওয়ায় তা সম্ভব হয়নি। পরে পথচারীদের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। 

বুধবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে সড়কে এ ঘটনা ঘটে।


গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম ও শান্তিগঞ্জ উপজেলার হাছনাবাদ গ্রামের মৃত মোছাদ্দর আলীর ছেলে শামিম আহমেদ কবির (৪৫)। 

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ধারালো ২টি চাকু জব্দ করে পুলিশ। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের জিন্দাবাজারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে অটোরিকশায় থাকা দুই ছিনতাইকারী চাকু ধরে সেই অটোরিকশার যাত্রীর কাছে থেকে সব কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ওই যাত্রীর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে অটোরিকশা নিয়ে চালক উজ্জল (৩০) পালিয়ে যায়।

তবে ছিনতাইকারী আব্দুল হালিম ও শামিম আহমেদ কবিরকে ধাওয়া দিয়ে পথচারীদের সহযোগিতায় ঘটনাস্থলে থাকা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে ২ টি ধারালো চাকু জব্দ করা হয়।

ঘটনার শিকার ব্যক্তি পরে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। 

পরদিন (২২ ডিসেম্বর) দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম