বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে আগামী ৬ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনালের জন্য নির্ধারিত রয়েছে ১৬ ফেব্রুয়ারি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচি অনুসারে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে এবারের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। তবে সবচেয়ে কম ম্যাচ হবে সিলেটে।


ঢাকায় শুরু হবে টুর্নামেন্ট, সেখান থেকে যাবে চট্টগ্রামে। এরপর বিপিএল আসবে সিলেটে। ২৭, ২৮, ৩০ ও ৩১ জানুয়ারি চারদিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে চারটি ম্যাচ। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। এর মধ্যে সিলেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ আছে তিনটি।

এবারের টুর্নামেন্টে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে।

২০২২-২৩ মৌসুমে বিপিএলের সূচি>>

তারিখ ম্যাচ ভেন্যু সময় ৬ জানুয়ারি, ২০২৩ চট্টগ্রাম–সিলেট ঢাকা বেলা ২–৩০ মি.   কুমিল্লা–রংপুর ঢাকা সন্ধ্যা ৭–১৫ মি. ৭ জানুয়ারি, ২০২৩ ঢাকা –খুলনা ঢাকা বেলা ২টা   বরিশাল–সিলেট ঢাকা সন্ধ্যা ৭টা ৮ জানুয়ারি, ২০২৩ বিরতি     ৯ জানুয়ারি, ২০২৩ কুমিল্লা–সিলেট ঢাকা বেলা ২টা   চট্টগ্রাম–খুলনা ঢাকা সন্ধ্যা ৭টা ১০ জানুয়ারি, ২০২৩ বরিশাল–রংপুর ঢাকা বেলা ২টা   ঢাকা –সিলেট ঢাকা সন্ধ্যা ৭টা ১১ জানুয়ারি, ২০২৩ বিরতি     ১২ জানুয়ারি, ২০২৩ বিরতি     ১৩ জানুয়ারি, ২০২৩ চট্টগ্রাম–বরিশাল চট্টগ্রাম বেলা ২–৩০ মি.   খুলনা–রংপুর চট্টগ্রাম সন্ধ্যা ৭–১৫ মি. ১৪ জানুয়ারি, ২০২৩ কুমিল্লা–বরিশাল চট্টগ্রাম বেলা ২টা   চট্টগ্রাম–ঢাকা চট্টগ্রাম সন্ধ্যা ৭টা ১৫ জানুয়ারি, ২০২৩ বিরতি     ১৬ জানুয়ারি, ২০২৩ ঢাকা –সিলেট চট্টগ্রাম বেলা ২টা   চট্টগ্রাম–কুমিল্লা চট্টগ্রাম সন্ধ্যা ৭টা ১৭ জানুয়ারি, ২০২৩ খুলনা–রংপুর চট্টগ্রাম বেলা ২টা   কুমিল্লা–সিলেট চট্টগ্রাম সন্ধ্যা ৭টা ১৮ জানুয়ারি, ২০২৩ বিরতি     ১৯ জানুয়ারি, ২০২৩ কুমিল্লা–ঢাকা চট্টগ্রাম বেলা ২টা   বরিশাল–রংপুর চট্টগ্রাম সন্ধ্যা ৭টা ২০ জানুয়ারি, ২০২৩ চট্টগ্রাম–খুলনা চট্টগ্রাম বেলা ২–৩০ মি.   ঢাকা –বরিশাল চট্টগ্রাম সন্ধ্যা ৭–১৫ মি. ২১ জানুয়ারি, ২০২৩ বিরতি     ২২ জানুয়ারি, ২০২৩ বিরতি     ২৩ জানুয়ারি, ২০২৩ চট্টগ্রাম–রংপুর ঢাকা বেলা ২টা   কুমিল্লা–ঢাকা ঢাকা বেলা ২টা ২৪ জানুয়ারি, ২০২৩ বরিশাল–সিলেট ঢাকা বেলা ২টা   ঢাকা –খুলনা ঢাকা সন্ধ্যা ৭টা ২৫ জানুয়ারি, ২০২৩ বিরতি     ২৬ জানুয়ারি, ২০২৩ বিরতি     ২৭ জানুয়ারি, ২০২৩ রংপুর–সিলেট সিলেট বেলা ২–৩০ মি.   চট্টগ্রাম–বরিশাল সিলেট সন্ধ্যা ৭–১৫ মি. ২৮ জানুয়ারি, ২০২৩ কুমিল্লা–খুলনা সিলেট বেলা ২টা   চট্টগ্রাম–সিলেট সিলেট সন্ধ্যা ৭টা ২৯ জানুয়ারি, ২০২৩ বিরতি     ৩০ জানুয়ারি, ২০২৩ ঢাকা –রংপুর সিলেট বেলা ২টা   খুলনা–সিলেট সিলেট সন্ধ্যা ৭টা ৩১ জানুয়ারি, ২০২৩ ঢাকা –বরিশাল সিলেট বেলা ২টা   কুমিল্লা–খুলনা সিলেট সন্ধ্যা ৭টা ১ ফেব্রুয়ারি, ২০২৩ বিরতি     ২ ফেব্রুয়ারি, ২০২৩ বিরতি     ৩ ফেব্রুয়ারি, ২০২৩ বরিশাল–খুলনা ঢাকা বেলা ২–৩০ মি.   ঢাকা –রংপুর ঢাকা সন্ধ্যা ৭–১৫ মি. ৪ ফেব্রুয়ারি, ২০২৩ চট্টগ্রাম–কুমিল্লা ঢাকা বেলা ২টা   রংপুর–সিলেট ঢাকা সন্ধ্যা ৭টা ৫ ফেব্রুয়ারি, ২০২৩ বিরতি     ৬ ফেব্রুয়ারি, ২০২৩ বিরতি     ৭ ফেব্রুয়ারি, ২০২৩ চট্টগ্রাম–ঢাকা ঢাকা বেলা ২টা   কুমিল্লা–বরিশাল ঢাকা সন্ধ্যা ৭টা ৮ ফেব্রুয়ারি, ২০২৩ খুলনা–সিলেট ঢাকা বেলা ২টা   চট্টগ্রাম–রংপুর ঢাকা সন্ধ্যা ৭টা ৯ ফেব্রুয়ারি, ২০২৩ বিরতি     ১০ ফেব্রুয়ারি, ২০২৩ কুমিল্লা–রংপুর ঢাকা বেলা ২–৩০ মি.   বরিশাল–খুলনা ঢাকা সন্ধ্যা ৭–১৫ মি. ১১ ফেব্রুয়ারি, ২০২৩ বিরতি     ১২ ফেব্রুয়ারি, ২০২৩ এলিমিনেটর ঢাকা বেলা ২টা   ১ম কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৭টা ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ রিজার্ভ ডে     ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২য় কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৭টা ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ রিজার্ভ ডে     ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ফাইনাল ঢাকা সন্ধ্যা ৭টা ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ রিজার্ভ ডে  

 সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে