রোটারি মানবতার সেবায় এক ব্যতিক্রমী উদাহরণ। বিশ্বের চারদিকে যখন হতাশা, দারিদ্র্য আর দুর্দশা, রোটারি তখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে। রোটারিয়ানরা যদি আরো বেশি সক্রিয় হন, তবে মানবসেবায় আরো বেশি অবদান রাখতে পারবেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর পৃথিবী নির্মাণের জন্য রোটারিকে কাজ করতে হবে।
রোটারি ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। ক্লাব সভাপতি রোটারিয়ান আনহার সিকদারের সভাপতিত্বে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লে. কর্নেল আতাউর রহমান পীর (অব.), পিডিজি শহিদ আহমদ চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, পিপি রোটারিয়ান মালিক হুুমায়ুন পি এইচ এফ, পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ পিএইচ এফ, পিপি রোটারিয়ান ডাক্তার এম জাকারিয়া হোসেন, প্রফেসর ডাক্তার রোটারিয়ান মোহাম্মদ আব্দুল হাই, রোটারিয়ান মাহবুব আলম মিলন, রোটারিয়ান আকতার আহমদ পিএইচএফ, রোটারিয়ান ফিরোজা আক্তার পিএইচ এফ, রোটারিয়ান জাকিয়া ফাতেমা লিমি চৌধুরী, রোটারিয়ান শাফি আহমদ চৌধুরী, রোটারিয়ান মিজানুর রহমান পিএইচ এফ, রোটারিয়ান প্রফেসর ডাক্তার শামীম আহমদ, রোটারিয়ান আরশাদ আলী, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী, রোটারিয়ান আবুল মনছুর আহমদ চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৫