দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ ও উৎসব সম্পন্ন।

 


রবিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী রোটারিয়ান মো. আব্দুল লতিফ।

 

দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মিসেস ফাতেমা ইয়াছমিন।

 

বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, মামুন আহমদ, ফারজানা আহমেদ, সহকারী শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী, এস.এম আব্বাস উদ্দিন, সৈয়দ নেছার আহমদ প্রমুখ।

 

কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীর বই উৎসবে উপস্থিত ছিলেন।

 

শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ।

বই উৎস অনুষ্ঠানে বক্তারা বলেন, বই জ্ঞানের ভান্ডার।

পাঠ্য বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। তাই নতুন বই পেয়ে যত্নকরে রাখলে চলবে না, বই পড়তে হবে।

 

বক্তারা বলেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার প্রতি বছরের ন্যায় এবারও বিনামূল্যে নতুন বই দিয়ে শিক্ষার্থী লেখাপড়ায় উৎসাহিত করছেন। তা বিশ্বে প্রশংসিত হয়েছে। নতুন বই হাতে নিয়ে উল্লাসিত হয়ে শিক্ষার্থীর বাড়ি ফিরার দৃশ্য সবাইকে আনন্দ দেয়।

 

বক্তারা বছরের প্রথম থেকেই শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে বই পড়ার আহবান জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫